উপবৃত্তি

অবতরণিকা

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করে কারিগরি শিক্ষার হার বৃদ্ধি করা ঝরে পড়ার হার রোধ, উন্নয়ন কাজে নারীর অংশগ্রহণ, শিক্ষার গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” এর পক্ষে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং কার্যক্রমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান “খিলক্ষেত কারিগরি মহাবিদ্যালয়” বোর্ড কোড: ৫০১৪০, EIIN: 132191, ঠিকানা: বটতলা, খিলক্ষেত, ঢাকা-১২২৯ -এর মধ্যে সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়।

১। শিক্ষার্থীর উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রার্থীর সাধারণ শর্তাবলী :

১.১ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত নিয়মিত শিক্ষার্থী হিসেবে (SAF) এ নির্ধারিত ফরম মোতাবেক আবেদন করতে হবে।

১.২ শিক্ষাবর্ষ /সেমিস্টারে অনুষ্ঠিত মোট ক্লাসের শতকরা ৭০% ক্লাসে শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে;

১.৩ শিক্ষার্থীকে অব্যবহিত পূর্ববর্তী বর্ষ /পর্বের চূড়ান্ত পরীক্ষা গড়ে ৪০% নম্বর পেয়ে সকল বিষয়ে উত্তির্ণ হতে হবে। নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষা/পাবলিক পরিক্ষার ফলাফল বিবেচনা করতে হবে।

১.৪ অভিভাবকের মাসিক আয় অনধিক ৩০,০০০/ (ত্রিশ হাজার) টাকা হবে হবে ।

১.৫ নির্দেশ ১.১ হতে ১.৩ প্রতিপালন সাপেক্ষে ভর্তিকৃত সকল শিক্ষার্থী ও উপবৃত্তি আওতাভূক্ত হবে।

১.৬ সরকারি অন্য কোনো উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এ নির্দেশিকার আওতায় উপবৃত্তি প্রাপ্ত হবে না।

২। উপবৃত্তি প্রদানের সুপারিশ পদ্ধতি :

২.১ উপবৃত্তি প্রদানের জন্য শিক্ষার্থীদের আবেদন ফরম যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্তকরণ ও অনুমোদন প্রদান করে DTE Stipend MIS এন্ট্রির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশ করে আঞ্চলিক কমিটিতে প্রেরণ করবে।

২.২ আঞ্চলিক কমিটির DTE Stipend MIS তালিকা নির্দেশিকা মোতাবেক পর্যালোচনা ও যাচাই-বাছাই পূর্বক কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করবে।

২.৩ আঞ্চলিক কার্যালয় হতে প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশসহ আবেদনপত্র সমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্তকরণ, অনুমোদন এবং উপবৃত্তির অর্থ ছাড় করণের জন্য সুপারিশ প্রদান করবে। উপবৃত্তি প্রদান পদ্ধতি : ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তার অর্থ G2P পদ্ধতিতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পিতা/মাতা/অভিভাবকের নামে খোলা মোবাইল/ব্যাংক একাউন্টে প্রদান করতে হবে এবং অর্থ প্রেরণের তথ্য ব্যাংকিং সিস্টেম বা MFS এর মাধ্যমে পিতা/মাতা/অভিভাবককে এসএমএসের মাধ্যমে জানাতে হবে।

৩। উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তার হার:

৩.১ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি (বিএমটি) শিক্ষার্থীর উপবৃত্তির হার মাসিক ৫০০/ (পাঁচশত) টাকা।

৩.২ মাধ্যমিক পর্যায়ে এসএসসি (ভোকেশনাল) কোর্সের শিক্ষার্থীর উপবৃত্তির হার মাসিক ৩৫০/ (তিনশত পঞ্চাশ) টাকা।

৩.৩ ৮ম প্রি-ভোকেশনাল শ্রেণির শিক্ষার্থীর উপবৃত্তির হার মাসিক ২৮৫/ (দুইশত পঁচাশি) টাকা।

৩.৪ ৬ষ্ঠ-ও ৭ম প্রি-ভোকেশনাল শ্রেণির শিক্ষার্থীর উপবৃত্তির হার মাসিক ২৩৫/ (দুইশত পঁয়ত্রিশ) টাকা।

৩.৫ শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা এইচএসসি (বিএমটি) কোর্সের শিক্ষার্থীর জন্য বার্ষিক ১০০০/ (এক হাজার) টাকা প্রতি ৬ মাসে ৫০০/ (পাঁচ শত) টাকা হারে।

৩.৬ এসএসসি (ভোকেশনাল) কোর্সের নবম শ্রেণির শেক্ষার্থীগণ নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষার ফর্ম ফিলাপ বাবদ ১০০০/ (এক হাজার) টাকা এবং দশম শ্রেণির শিক্ষার্থীগণ এসএসসি (ভোকেশনাল) সমাপনী পরীক্ষার ফর্ম ফিলাপ বাবদ ১,৫০০/ (পনের শত) টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি (বিএমটি) কোর্সের একাদশ শ্রেণির শিক্ষার্থীগণ একাদশ শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষার ফর্ম ফিলাপ বাবদ ১,০০০/ (এক হাজার) টাকা, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীগণ এইচএসসি (বিএমটি) সমাপনী পরীক্ষার ফর্ম ফিলাপ বাবদ ১,০০০/ (এক হাজার) টাকা পাবে।

৩.৭ প্রতি ৬ মাস পর পর উপবৃত্তির টাকা বন্টন করা হবে। তবে বিশেষ পরিস্থিতিতে ১২ মাস পর উপবৃত্তির টাকা বন্টন করা যাবে।

উপবৃত্তির পরিমাণ :

  • HSC(BMT) একাদশ শ্রেণির উপবৃত্তির পরিমাণ মোট: ৮,০০০/ (আট হাজার) টাকা;
  • HSC(BMT) দ্বাদশ শ্রেণির উপবৃত্তির পরিমাণ মোট: ৮,০০০/ (আট হাজার) টাকা;
  • SSC(voc) নবম শ্রেণির উপবৃত্তির পরিমাণ মোট: ৫,২০০/ (পাঁচ হাজার ‍দুই শত) টাকা;
  • SSC(voc) দশম শ্রেণির উপবৃত্তির পরিমাণ মোট: ৫,৭০০/ (পাঁচ হাজার সাত শত) টাকা;
  • ৮ম শ্রেণির উপবৃত্তির পরিমাণ মোট: ৩,৪২০/ (তিন হাজার চার শত বিশ) টাকা;
  • ৬ষ্ঠ-৭ম শ্রেণির উপবৃত্তির পরিমাণ মোট: ২,৮২০/ (দুই হাজার আট শত বিশ) টাকা;

অনুসরণ


Facebook

Instagram

Youtube

ঠিকানা


© 2005-2025 খিলক্ষেত কারিগরি মহাবিদ্যালয়, All rights reserved.