জাতীয় দক্ষতা মান বেসিক শিক্ষাক্রম (৩৬০ঘন্টা ) মেয়াদী কারিকুলাম পরিচিতিঃ
নাম ও মেয়াদঃ
(ক) জানুয়ারী-জুন সেশন
ক্লাস আরম্ভ জানুয়ারী মাসের প্রথম শনিবার।
(খ) জুলাই-ডিসেম্বর সেশন
ক্লাস আরম্ভ জুলাই মাসের প্রথম শনিবার।
জুন এবং ডিসেম্বর মাসের শেষ শুক্রবার বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোন বিশেষ কারণে শুক্রবার পরীক্ষা নিতে না পারলে পরবর্তী দিন শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের ৩৬০ ঘন্টা ক্লাস সম্পন্ন হলে পরীক্ষা সমূহের যে কোনটিতে প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা পরীক্ষায় অংশ্রগ্রহণ করতে পারবে। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ সহ সনদপত্র প্রদান করা হবে।
| নম্বর বিন্যাস | গ্রেড |
| ৯০% থেকে তদুর্ধ | A+ |
| ৮০%-৮৯% | A |
| ৭০%-৭৯% | B |
| ৬০%-৬৯% | C |
| ৬০% এর নিচে | F |
ভর্তির নিয়মাবলীঃ
ছাত্র/ছাত্রীদের বয়স ১২ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত জাতীয় দক্ষতামান বেসিক কোর্সে ভর্তি হতে
পারবে না।
নিবন্ধনঃ
সাধারণ নিয়মাবলীঃ
চূড়ান্ত পরীক্ষার সময় কাল তাত্ত্বিক২ ঘন্টা ও ব্যবহারিক ৩ঘন্টা মোট পাঁচ ঘন্টা । চূড়ান্ত পরীক্ষা বোর্ড নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত পরীক্ষার দু‘সপ্তাহ পূর্বে পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড (ছবি যুক্ত) প্রবেশপত্র হিসেবে গণ্য, নির্ধারিতফি প্রদান করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখা হতে সংগ্রহ করতে হবে যা প্রবেশপত্র হিসেবেগণ্য হবে।
ধারাবাহিক মূল্যায়নের নম্বর বিন্যাস হবে নিম্নরূপঃ
১।তাত্ত্বিক ধারাবাহিক মোট নম্বর=ইংরেজি ১০+ট্রেড ৩০=মোট ৪০
মোট নম্বরের শতকরা হার:
| টিউটোরিয়াল (১২টি) | ৪০% |
| জব/এক্সপেরিমেন্ট রিপোর্ট (১০টি) | ৪০% |
| মৌখিক পরীক্ষা | ১০% |
| হাজিরা/ আচরণ | ১০% |
ব্যবহারিক ধারাবাহিকঃ মোট নম্বর = ২০০ (টিউটোরিয়াল ১০০, জব অ্যাসাইমেন্ট ১০০)
| ক্লাস টেষ্ট | ২০% |
| কুইজ | ২০% |
| অ্যাসাইমেন্ট | ৪০% |
| হাজিরা/আচরণ | ২০% |
চূড়ান্ত মূল্যায়নঃ
চূড়ান্ত মূল্যায়নের নম্বর বিন্যাস হবে নিম্নরূপঃ
ব্যবহারিক চূড়ান্ত: মোট নম্বর=২০০, সময় ৩ ঘন্টা।
(মোট নম্বরের শতকরা হার)
| ব্যবহারিক কাজ | ৮০% |
| সংশ্লিষ্ট প্রতিবেদন | ১০% |
| মৌখিক পরীক্ষা | ১০% |
ফলাফল/সনদ প্রদানঃ
গৃহীত পরীক্ষায় কৃতকার্য হলে ধারাবাহিক মূল্যায়ন ও চূড়ান্ত মূল্যায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বোর্ড হতে সনদ প্রদান করা হবে।
© 2005-2025 খিলক্ষেত কারিগরি মহাবিদ্যালয়, All rights reserved.