এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) শিক্ষাক্রমঃ

                                   ভর্তি জন্য প্রযোজ্য:

      #     যে কোন সনের এসএসসি/দাখিল/উন্মুক্ত/সমমান পাশের নম্বর পত্র।

      #    সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সহ প্রতিষ্ঠানে সরাসরি/অনলাইনে  আবেদন করতে পারবে।

                             

                         শিক্ষাক্রমের  নাম ও মেয়াদ (Name and Duration of Curriculum)

  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক পর্যায়ের ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি বিষয়ে পরিচালিত এ শিক্ষাক্রমের নাম হবে এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি)।
  • এ শিক্ষাক্রমের আওতাধীন ০৫ টি স্পেশেলাইজেশন থাকবে। যথা: (ক) ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস,   (খ) হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট,                  (গ) কম্পিউটারাইজড একাউন্টিংসিস্টেম,  (ঘ) ফাইন্যান্সিয়াল  প্রাকটিসেস  এবং    (ঙ) ই-বিজনেস।
  • এ শিক্ষাক্রমের মেয়াদ হবে দু‘বছর, যা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বাস্তবায়ন করা হবে।

                                                                                               শিক্ষাক্রমের কাঠামো :( Framework of Curriculum):

৪। এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) শিক্ষাক্রমের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমন্বিত ভাবে বিষয়ের নাম ও নম্বর বিন্যাসঃ

বিষয় কোডআবশ্যিক বিষয়শ্রেণীভিত্তিক মোট নম্বরবিষয়ের মোট নম্বর
একাদশদ্বাদশ
২১৮৩১বাংলা১০০১০০২০০
২১৮৩১ইংরেজী১০০১০০২০০
২১৮১৪ব্যবসায় গণিত ও পরিসংখ্যান ১০০ ১০০
২১৮৩৫হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ১০০১০০২০০
২১৮১৬অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল১০০ ১০০
২১৮২৮বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন ১০০১০০
২১৮৩৭ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা১০০১০০২০০
২১৮২৬অফিস ম্যানেজমেন্ট১০০১০০২০০
২১৮৩৮মার্কেটিং নীতি ও প্রয়োগ১০০১০০২০০
২১৮৩৩কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন১০০১০০২০০
২**৩৮নৈরর্চনিক বিষয়২০০২০০৪০০
২**৮৩সংশ্লিষ্ট স্পেশেলাইজেশনে বাস্তব প্রশিক্ষণ১০০১০০২০০
 মোট:১১০০১১০০২২০০
 ঐচ্ছিক বিষয়২০০২০০৪০০
 সর্বমোটঃ১৩০০১৩০০২৬০০

                                                                                                                স্পেশেলাইজেশন নির্ধারণঃ

শিক্ষার্থীগণ স্পেশেলাইজেশন হিসেবে নৈর্বচনিক বিষয়সমূহ হতে প্রতিষ্ঠান অনুমোদিত স্পেশেলাইজেশনের যে কোনো একটি বিষয় আবশ্যিক বিষয় হিসেবে নির্বাচন করবে। অপরাপর নৈবর্চনিক বিষয় থেকে প্রতিষ্ঠান অনুমোদিত স্পেশেলাইজেশনের যে কোনো একটি বিষয় ঐচ্ছিক হিসেবে নির্বাচন করতে পারবে।    

                                                                          ভর্তির যোগ্যতা ও পদ্ধতি (Qualification & Procedures of Admission):

এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) শিক্ষাক্রমের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তির নীতিমালা অনুসারে কেন্দ্রীয় ভর্তি কমিটির সুপারিশের আলোকে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হতে পারবে।

নিবন্ধন রেজিষ্ট্রেশন ও ভর্তির মেয়াদঃ

  • একাদশ শ্রেণীতে ভর্তির পর বোর্ড কর্তৃক সরবারাহকৃত নিবন্ধন তথ্য ফরম (RIF) পূরণ করে বা বোর্ড নির্দেশিত পদ্ধতিতে Online এর মাধ্যমে তথ্য ফরম পূরণ করে নির্ধারিত ফি বোর্ডের অনুকু্লে প্রদর্শনপূর্বক  ক্লাস শুরুর ৪৫ দিনের মধ্যে প্রতিষ্ঠানে এসে ভর্তি নিশ্চিত করতে হবে/নিবন্ধনভূক্ত করতে হবে।
  •  নিবন্ধনের মেয়াদে হবে ভর্তির শিক্ষাবর্ষ হতে ধারাবাহিকভাবে ৪ (চার) বছর।

বোর্ড সমাপনী পরীক্ষার সাধারণ নিয়মাবলি ( General Procedures of Board Final Examination):

একাদশ শ্রেণীতে বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীতে সাময়িকভাবে অধ্যয়নের সুযোগ পাবে। ফলাফলে ঐচ্ছিক বিষয় বাদে আবশ্যিক বিষয়সমূহে মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নের সুযোগ অব্যাহত থাকবে এবং এ সকল শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যায়ন এবং দ্বাদশ শ্রেণীতে বোর্ড সমাপনী পরীক্ষায় এবং একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষার সাথে বোর্ডের নির্ধারিত ফি প্রদান করে একাদশ শ্রেণীর অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে পরীপূরক পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।

ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি (Procedures of Continuous Assessment):

  •  তাত্ত্বিক বিষয়ে বা কোনো বিষয়ের তাত্ত্বিক অংশে নির্ধারিত মোট নম্বরের ৬০% নম্বর বোর্ড সমাপনী পরীক্ষার জন্য এবং ৪০% নম্বর ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত থাকবে।
  •  ব্যবহারিক বিষয়ে বা কোনো বিষয়ের ব্যবহারিক অংশে নির্ধারিত মোট নম্বরের ৫০% নম্বর বোর্ড সমাপনী পরীক্ষার জন্য এবং ৫০% নম্বর ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত থাকবে;
  •  ব্যবহারিক বিষয়/বিষয়ের ব্যবহারিক অংশের ধারাবাহিক মূল্যায়ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পন্ন করবে এবং এর নম্বর বিন্যাস হবে নিম্বরূপ (ব্যবহারিক ধারাবাহিক অংশের মোট নম্বরের উপর ভিত্তি করে):

 

প্রতি জব এক্সপেরিমেন্ট এর জন্য নির্ধারিত নম্বর ১০           


জব অনুশীলন             
:
রিপোর্ট প্রস্তুতকরণ       
: ২
পরিচ্ছন্নতা ও নিরাপত্তা অবলম্বন  
:
মোট      
:10


   

               

  •  বোর্ড পরীক্ষায় ব্যবাহারিক ও তাত্ত্বিক বিষয়ের প্রতি অংশ (ধারাবাহিক ও চূড়ান্ত) এ পাস নম্বর হবে শতকরা ৩৩;

চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতিঃ

  • একাদশ শেণী সমাপনান্তে একাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণী সমাপনান্তে দ্বাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়/বিষয়াংশের পরীক্ষার বিস্তারিত সময়সূচী প্রণয়ন এবং পরীক্ষার কেন্দ্র নির্বাচন করে বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
  •  একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষার তাত্ত্বিক বিষয়ের উত্তরপত্রসমূহ বোর্ডের ব্যবস্থাপনায় এবং বোর্ড কর্তৃক নিয়োগকৃত পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক দ্বারা যথাক্রমে মূল্যায়ন, নিরীক্ষণ ও চূড়ান্ত নিরীক্ষণ করা হবে।
  • একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষার তাত্ত্বিক বিষয়সমূহের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী কোন বিষয়ে ফলাফলের কোন ধরনের আপত্তি থাকলে তা বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে পুন: নিরীক্ষণের আবেদনের সুযোগ থাকবে।
  •  তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়নে ও বোর্ড সমাপনী পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং ব্যবহারিক মূল্যায়ন ও চূড়ান্ত মূল্যায়নের প্রাপ্ত নম্বর এবং বাস্তব প্রশিক্ষণ বিষয়ে প্রাপ্ত নম্বর একত্র করে বোর্ডের ব্যবস্থাপনায় ফলাফল প্রস্তুত এবং যথারীতি ফলাফল প্রকাশ করা হবে।

ফলাফল ঘোষনা ও সনদ প্রদান (Declaration of Results and Issuance of Certificate):

  •  একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষায় কোনো শিক্ষার্থী আবশ্যিক সকল বিষয়ে নূন্যতম D গ্রেড পেলে তাকে উত্তীর্ণ ঘোষণা করা হবে। যে সালে অনুষ্ঠিতব্য পরীক্ষায় সকল বিষয়ে  কৃতকার্য হবে, সে সাল উত্তীর্ণ সাল হিসেবে বিবেচিত হবে;

২। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষায় সকল আবশ্যিক বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক প্রথম ও দ্বিতীয় পত্রের প্রাপ্ত নম্বরের  (Marks) এর ভিত্তিতে  গ্রেড পয়েন্ট  (GP) নিধ্যারণপূর্বক ঐচ্ছিক বিষয় ব্যতীত ও ঐচ্ছিক বিষয়সহ সমন্বিতভাবে প্রস্ততকৃত (Grade Point Average)  আলোকে বোর্ড হতে এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ) সনদপত্র প্রদান করা  হবে।

৩। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষায় প্রতি বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট (GP) এর ভিত্তিতে পরীক্ষার্থীর ঐচ্ছিক বিষয় ব্যতীত ও ঐচ্ছিক বিষয়সহ Grade Point Average (GPA) নির্ধারণপূর্বক শিক্ষাগত মূল্যায়নপত্র প্রদান করা হবে।

৪। শিক্ষার্থীদের নিম্নরূপ গ্রেড পয়েন্টের ভিত্তিতে মুল্যায়ন করা হবে:

প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যাপ্তিলেটার গ্রেডগ্রেড পেয়েন্ট
৮০% হতে ১০০%A+৫.০০
৭০% হতে ৮০% এর নিচেA৪.০০
৬০% হতে ৭০% এর নিচেA-৩.৫০
৫০% হতে ৬০% এর নিচেB৩.০০
৪০% হতে ৫০% এর নিচেC২.০০
৩৩% হতে ৪০% এর নিচেD১.০০
০০% হতে ৩৩% এর নিচেF

৫। গ্রেড পয়েন্ট হিসাবের পদ্ধতিঃ (Calculation of GPA):

নিম্নে একজন শীক্ষার্থীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমন্বিতভাবে বিষয়ভিত্তিক জিপির ভিত্তিতে জিপিএ হিসাব পদ্ধতি দেখানো হলো:

বিষয় কোডআবশ্যিক বিষয়শ্রেণীর নম্বর বিন্যাসবিষয়ের মোট নম্বরপ্রাপ্ত লেটার গ্রেডপ্রাপ্ত গ্রেড পয়েন্ট
একাদশদ্বাদশ
১৮৩১বাংলা৮০৭০১৫০A৪.০০
১৮৩২ইংরেজী৯০৭০১৬০A+৫.০০
১৮৩৩কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন৭০৭০১৪০A-৩.৫০
১৮১৪ব্যবসায় গণিত ও পরিসংখ্যান৮৫ ৮৫A+৫.০০
১৮৩৯হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ৭৫৮৫১৬০A+৫.০০
১৮১৬অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল৭০ ৭০A৪.০০
১৮২৪বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন ৮০৮০A+৫.০০
১৮৩৭ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা৮৫৭৫১৬০A+৫.০০
১৮২৬অফিস ম্যানেজমেন্ট ৭৫৭৫A৪.০০
১৮৩৮মার্কেটিং নীতি ও প্রয়োগ৭৮৮২১৬০A+৫.০০
 নৈর্বাচনিক বিষয় ১৪০১৮০৩২০ ৫.০০
 সংশ্লিষ্ট স্পেশেলাইজেশনে বাস্তব প্রশিক্ষণ৬৫৬০১২৫B৩.০০
প্রাপ্ত লেটার গ্রেড এবং GPA (ঐচ্ছিক বিষয় ব্যতীত) A৪.৪৬
ঐচ্ছিক বিষয়৬৮৭০১৩৮A-৪.০০
প্রাপ্ত লেটার গ্রেড এবং GPA (ঐচ্ছিক বিষয় সহ)A৪.৬৩


 

ক্র:

নং

বিষয় কোডএকাদশ শ্রেণীর বিষয়সমূহপিরিয়ড ও নম্বর বিন্যাসমোট 
আবশ্যিক বিষয়পিরিয়ডনম্বর বিন্যাস
তত্ত্বীয়ব্যব:মোটতত্ত্বীয়ব্যব:
ধা: মূ:চু:মূধা: মূ:চু:মূ
১.২১৮১১বাংলা-১   ৪০৬০১০০
২.২১৮১২ইংরেজী-১   ৪০৬০১০০
৩.২১৮১৩কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন -১   ২০৩০২৫২৫১০০
৪.২১৮১৪ব্যবসায় গণিত ও পরিসংখ্যান   ৩০৪৫১২১৩১০০
৫.২১৮১৫হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১   ৩০৪৫১২১৩১০০
৬.২১৮১৬অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল   ৪০৬০১০০
৭.২১৮১৭ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা -১   ৪০৬০১০০
৮.২১৮১৮মার্কেটিং নীতি ও প্রয়োগ-১   ৪০৬০১০০
 নৈর্বচনিক বিষয় ১টি এবং ঐচ্ছিক বিষয় ১ টি
৯.২৩১১৮কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম-১   ৪০৬০৫০৫০২০০
 ২৩২১৮ফিন্যান্সিয়াল কাস্টমার সার্ভিসেস-২   ৪০৬০৫০৫০৪০০
 ২৩৩১৮ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-১   ৪০৬০৫০৫০২০০
 ২৩৪১৮ই-বিজনেস   ৪০৬০৫০৫০২২০০
 ২৩৫১৮হিউম্যান রিসোর্স ইন-বিজনেস-১   ৪০৬০৫০৫০৪০০
শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ (৪ সপ্তাহ)১০০১০০
ঐচ্ছিক বিষয়   
   

 

অনুসরণ


Facebook

Instagram

Youtube

ঠিকানা


© 2005-2024 খিলক্ষেত কারিগরি মহাবিদ্যালয়, All rights reserved.