# যে কোন সনের এসএসসি/দাখিল/উন্মুক্ত/সমমান পাশের নম্বর পত্র।
# সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সহ প্রতিষ্ঠানে সরাসরি/অনলাইনে আবেদন করতে পারবে।
শিক্ষাক্রমের কাঠামো :( Framework of Curriculum):
৪। এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) শিক্ষাক্রমের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমন্বিত ভাবে বিষয়ের নাম ও নম্বর বিন্যাসঃ
বিষয় কোড | আবশ্যিক বিষয় | শ্রেণীভিত্তিক মোট নম্বর | বিষয়ের মোট নম্বর | |
একাদশ | দ্বাদশ | |||
২১৮৩১ | বাংলা | ১০০ | ১০০ | ২০০ |
২১৮৩১ | ইংরেজী | ১০০ | ১০০ | ২০০ |
২১৮১৪ | ব্যবসায় গণিত ও পরিসংখ্যান | ১০০ | ১০০ | |
২১৮৩৫ | হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ | ১০০ | ১০০ | ২০০ |
২১৮১৬ | অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল | ১০০ | ১০০ | |
২১৮২৮ | বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন | ১০০ | ১০০ | |
২১৮৩৭ | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ১০০ | ১০০ | ২০০ |
২১৮২৬ | অফিস ম্যানেজমেন্ট | ১০০ | ১০০ | ২০০ |
২১৮৩৮ | মার্কেটিং নীতি ও প্রয়োগ | ১০০ | ১০০ | ২০০ |
২১৮৩৩ | কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন | ১০০ | ১০০ | ২০০ |
২**৩৮ | নৈরর্চনিক বিষয় | ২০০ | ২০০ | ৪০০ |
২**৮৩ | সংশ্লিষ্ট স্পেশেলাইজেশনে বাস্তব প্রশিক্ষণ | ১০০ | ১০০ | ২০০ |
মোট: | ১১০০ | ১১০০ | ২২০০ | |
ঐচ্ছিক বিষয় | ২০০ | ২০০ | ৪০০ | |
সর্বমোটঃ | ১৩০০ | ১৩০০ | ২৬০০ |
স্পেশেলাইজেশন নির্ধারণঃ
শিক্ষার্থীগণ স্পেশেলাইজেশন হিসেবে নৈর্বচনিক বিষয়সমূহ হতে প্রতিষ্ঠান অনুমোদিত স্পেশেলাইজেশনের যে কোনো একটি বিষয় আবশ্যিক বিষয় হিসেবে নির্বাচন করবে। অপরাপর নৈবর্চনিক বিষয় থেকে প্রতিষ্ঠান অনুমোদিত স্পেশেলাইজেশনের যে কোনো একটি বিষয় ঐচ্ছিক হিসেবে নির্বাচন করতে পারবে।
ভর্তির যোগ্যতা ও পদ্ধতি (Qualification & Procedures of Admission):
এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) শিক্ষাক্রমের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তির নীতিমালা অনুসারে কেন্দ্রীয় ভর্তি কমিটির সুপারিশের আলোকে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হতে পারবে।
নিবন্ধন রেজিষ্ট্রেশন ও ভর্তির মেয়াদঃ
বোর্ড সমাপনী পরীক্ষার সাধারণ নিয়মাবলি ( General Procedures of Board Final Examination):
একাদশ শ্রেণীতে বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীতে সাময়িকভাবে অধ্যয়নের সুযোগ পাবে। ফলাফলে ঐচ্ছিক বিষয় বাদে আবশ্যিক বিষয়সমূহে মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নের সুযোগ অব্যাহত থাকবে এবং এ সকল শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যায়ন এবং দ্বাদশ শ্রেণীতে বোর্ড সমাপনী পরীক্ষায় এবং একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষার সাথে বোর্ডের নির্ধারিত ফি প্রদান করে একাদশ শ্রেণীর অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে পরীপূরক পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি (Procedures of Continuous Assessment):
প্রতি জব এক্সপেরিমেন্ট এর জন্য নির্ধারিত নম্বর ১০
জব অনুশীলন | : | ৬ |
রিপোর্ট প্রস্তুতকরণ | : | ২ |
পরিচ্ছন্নতা ও নিরাপত্তা অবলম্বন | : | ২ |
মোট | : | 10 |
চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতিঃ
ফলাফল ঘোষনা ও সনদ প্রদান (Declaration of Results and Issuance of Certificate):
২। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষায় সকল আবশ্যিক বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক প্রথম ও দ্বিতীয় পত্রের প্রাপ্ত নম্বরের (Marks) এর ভিত্তিতে গ্রেড পয়েন্ট (GP) নিধ্যারণপূর্বক ঐচ্ছিক বিষয় ব্যতীত ও ঐচ্ছিক বিষয়সহ সমন্বিতভাবে প্রস্ততকৃত (Grade Point Average) আলোকে বোর্ড হতে এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ) সনদপত্র প্রদান করা হবে।
৩। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষায় প্রতি বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট (GP) এর ভিত্তিতে পরীক্ষার্থীর ঐচ্ছিক বিষয় ব্যতীত ও ঐচ্ছিক বিষয়সহ Grade Point Average (GPA) নির্ধারণপূর্বক শিক্ষাগত মূল্যায়নপত্র প্রদান করা হবে।
৪। শিক্ষার্থীদের নিম্নরূপ গ্রেড পয়েন্টের ভিত্তিতে মুল্যায়ন করা হবে:
প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যাপ্তি | লেটার গ্রেড | গ্রেড পেয়েন্ট |
৮০% হতে ১০০% | A+ | ৫.০০ |
৭০% হতে ৮০% এর নিচে | A | ৪.০০ |
৬০% হতে ৭০% এর নিচে | A- | ৩.৫০ |
৫০% হতে ৬০% এর নিচে | B | ৩.০০ |
৪০% হতে ৫০% এর নিচে | C | ২.০০ |
৩৩% হতে ৪০% এর নিচে | D | ১.০০ |
০০% হতে ৩৩% এর নিচে | F | ০ |
৫। গ্রেড পয়েন্ট হিসাবের পদ্ধতিঃ (Calculation of GPA):
নিম্নে একজন শীক্ষার্থীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমন্বিতভাবে বিষয়ভিত্তিক জিপির ভিত্তিতে জিপিএ হিসাব পদ্ধতি দেখানো হলো:
বিষয় কোড | আবশ্যিক বিষয় | শ্রেণীর নম্বর বিন্যাস | বিষয়ের মোট নম্বর | প্রাপ্ত লেটার গ্রেড | প্রাপ্ত গ্রেড পয়েন্ট | |
একাদশ | দ্বাদশ | |||||
১৮৩১ | বাংলা | ৮০ | ৭০ | ১৫০ | A | ৪.০০ |
১৮৩২ | ইংরেজী | ৯০ | ৭০ | ১৬০ | A+ | ৫.০০ |
১৮৩৩ | কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন | ৭০ | ৭০ | ১৪০ | A- | ৩.৫০ |
১৮১৪ | ব্যবসায় গণিত ও পরিসংখ্যান | ৮৫ | ৮৫ | A+ | ৫.০০ | |
১৮৩৯ | হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ | ৭৫ | ৮৫ | ১৬০ | A+ | ৫.০০ |
১৮১৬ | অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল | ৭০ | ৭০ | A | ৪.০০ | |
১৮২৪ | বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন | ৮০ | ৮০ | A+ | ৫.০০ | |
১৮৩৭ | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ৮৫ | ৭৫ | ১৬০ | A+ | ৫.০০ |
১৮২৬ | অফিস ম্যানেজমেন্ট | ৭৫ | ৭৫ | A | ৪.০০ | |
১৮৩৮ | মার্কেটিং নীতি ও প্রয়োগ | ৭৮ | ৮২ | ১৬০ | A+ | ৫.০০ |
নৈর্বাচনিক বিষয় | ১৪০ | ১৮০ | ৩২০ | ৫.০০ | ||
সংশ্লিষ্ট স্পেশেলাইজেশনে বাস্তব প্রশিক্ষণ | ৬৫ | ৬০ | ১২৫ | B | ৩.০০ | |
প্রাপ্ত লেটার গ্রেড এবং GPA (ঐচ্ছিক বিষয় ব্যতীত) | A | ৪.৪৬ | ||||
ঐচ্ছিক বিষয় | ৬৮ | ৭০ | ১৩৮ | A- | ৪.০০ | |
প্রাপ্ত লেটার গ্রেড এবং GPA (ঐচ্ছিক বিষয় সহ) | A | ৪.৬৩ |
ক্র: নং | বিষয় কোড | একাদশ শ্রেণীর বিষয়সমূহ | পিরিয়ড ও নম্বর বিন্যাস | মোট | ||||||
আবশ্যিক বিষয় | পিরিয়ড | নম্বর বিন্যাস | ||||||||
তত্ত্বীয় | ব্যব: | মোট | তত্ত্বীয় | ব্যব: | ||||||
ধা: মূ: | চু:মূ | ধা: মূ: | চু:মূ | |||||||
১. | ২১৮১১ | বাংলা-১ | ৪০ | ৬০ | ০ | ০ | ১০০ | |||
২. | ২১৮১২ | ইংরেজী-১ | ৪০ | ৬০ | ০ | ০ | ১০০ | |||
৩. | ২১৮১৩ | কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন -১ | ২০ | ৩০ | ২৫ | ২৫ | ১০০ | |||
৪. | ২১৮১৪ | ব্যবসায় গণিত ও পরিসংখ্যান | ৩০ | ৪৫ | ১২ | ১৩ | ১০০ | |||
৫. | ২১৮১৫ | হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ | ৩০ | ৪৫ | ১২ | ১৩ | ১০০ | |||
৬. | ২১৮১৬ | অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল | ৪০ | ৬০ | ০ | ০ | ১০০ | |||
৭. | ২১৮১৭ | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা -১ | ৪০ | ৬০ | ০ | ০ | ১০০ | |||
৮. | ২১৮১৮ | মার্কেটিং নীতি ও প্রয়োগ-১ | ৪০ | ৬০ | ০ | ০ | ১০০ | |||
নৈর্বচনিক বিষয় ১টি এবং ঐচ্ছিক বিষয় ১ টি | ||||||||||
৯. | ২৩১১৮ | কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম-১ | ৪০ | ৬০ | ৫০ | ৫০ | ২০০ | |||
২৩২১৮ | ফিন্যান্সিয়াল কাস্টমার সার্ভিসেস-২ | ৪০ | ৬০ | ৫০ | ৫০ | ৪০০ | ||||
২৩৩১৮ | ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-১ | ৪০ | ৬০ | ৫০ | ৫০ | ২০০ | ||||
২৩৪১৮ | ই-বিজনেস | ৪০ | ৬০ | ৫০ | ৫০ | ২২০০ | ||||
২৩৫১৮ | হিউম্যান রিসোর্স ইন-বিজনেস-১ | ৪০ | ৬০ | ৫০ | ৫০ | ৪০০ | ||||
শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ (৪ সপ্তাহ) | ১০০ | ১০০ | ||||||||
ঐচ্ছিক বিষয় | ||||||||||
© 2005-2024 খিলক্ষেত কারিগরি মহাবিদ্যালয়, All rights reserved.