# যে কোন সনের ৮ম/জেএসসি/জেডিসি পাশের প্রত্যয়ন পত্র।
# ভর্তির জন্য সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জন্ম নিবন্ধন এর ফটোকপি সহ প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
যে কোন দেশের আর্থ সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য তাই কারিগরি শিক্ষার ব্যাপক বিস্তার এর বিকল্প নেই। আর এ বাস্তবতাকে অনুধাবন করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশে ও বিদেশে চাকুরি বাজারের জন্য কর্মঠ ও দক্ষ জনশক্তি এবং তাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন ও তথ্য উপাত্তের ভিত্তিতে মাধ্যমিক পর্যাযে সাধারণ শিক্ষা ও ভোকেশনাল শিক্ষার সমন্বয়ে ১৯৯৫ সন থেকে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম চালু করে। এ শিক্ষাক্রমের সাথে জাতীয় দক্ষতার তৃতীয় ও দ্বিতীয় মান সম্পৃক্ত রয়েছে। এতে করে নবম ও দশম শ্রেণীতে যথাক্রমে শুধুমাত্র ট্রেড বিষয়ে উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা জাতীয় দক্ষতার দ্বিতীয় ও তৃতীয় মান অর্জন করে। ভোকেশনাল শিক্ষাক্রমে সাধারণ ও ভোকেশনাল শিক্ষা সমন্বিত থাকায় ভোকেশনাল শিক্ষা সমাজ জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ শিক্ষাক্রম সমাপ্ত করে একজন শিক্ষার্থী সরাসরি দক্ষ জনশক্তি হিসেবে দেশে ও বিদেশে চাকুরিতে প্রবেশ, আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়াসহ উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পায়। ক্রমপরিবর্তনশীল বিশ্ব অর্থনীতিতে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার সাথে এই শিক্ষা ব্যবস্থাতে আরো যুগোপযোগী করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের পরিমার্জন করে দুই পর্যায়ে মোট ১৬ টি ওয়ার্কশপের মাধ্যমে ট্রেড ও সাধারণ বিষয়ের সিলেবাস পরিমার্জন করা হয়।এ সিলেবাসের বৈশিষ্ট্য হলো:
শিক্ষার্থীদের নিম্নরূপ গ্রেড পয়েন্টের ভিত্তিতে মূল্যায়ন করা হবেঃ
লেটার গ্রেড | প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যাপ্তি | গ্রেড পয়েন্ট |
A+ | ৮০% হতে ১০০% | ৫.০০ |
A | ৭০% হতে ৮০% এর নিচে | ৪.০০ |
A- | ৬০% হতে ৭০% এর নিচে | ৩.৫০ |
B | ৫০% হতে ৬০% এর নিচে | ৩.০০ |
C | ৪০% হতে ৫০% এর নিচে | ২.০০ |
D | ৩৩% হতে ৪০% এর নিচে | ১.০০ |
F | ০০% হতে ৩৩% এর নিচে | ০.০০ |
© 2005-2024 খিলক্ষেত কারিগরি মহাবিদ্যালয়, All rights reserved.